Fri 19 September 2025
Cluster Coding Blog

কাব্য কথায় বদরুদ্দোজা শেখু

maro news
কাব্য কথায় বদরুদ্দোজা শেখু

এশিয়াড

নাতিদূরে দেখা যায় এশিয়াড গ্রাম ঝিলমিল আলোর লহরী জাগে আচ্ছন্ন বিভায় মাঠময় ইতস্ততঃ , নবম এশিয়াড ক্রীড়াচক্রের অকুস্থল আধুনিক সবরকম সুযোগ সুবিধা সমন্বিত, দেশি বিদেশী দর্শক সমর্থক ভাষ্যকার ইত্যাকার বিশিষ্ট জনেরা এলেন গেলেন লাখ লাখ , ভিড় সামলাতে বাইপাস উড়ালপুলে ছেয়ে গেল রাজধানী আর অক্লেশে উচ্ছেদ হলো হকার ভিক্ষুক উদ্বাস্তু অবাঞ্ছিত প্রাণীকুল , রাজধানী সুন্দর হলো অসম্ভব দ্রুততায় জরুরী ভিত্তিতে । যথাসাধ্য স্বচ্ছন্দ করা হলো অতিথি-কুলের ভ্রমণ - যাপন।
চিত্ত-আলোড়ক সেই এশিয়াডে আয়োজক দলের সাফল্য বড়োই করুণ , আশি কোটি ভারতবাসীর মাথা নত অজন্মা অনাথ। অবশ্য বিশাল এশিয়াড আয়োজন সংগঠন নিরাপত্তা বিধান বিলক্ষণ গৌরবের বটে , বিশেষতঃ জায়মান প্রচার -মাধ্যমে আর সরকারী মহলের বিত্তদুষ্ট চালচক্রে , আত্মতুষ্ট বেহায়াপনায় ।
এশিয়াড উপলক্ষ্যে দিল্লীর চেহারা হালফিল হলো প্রসাধন বিনোদন সুরক্ষার সুচারু ব্যবস্থাপনায় , অসহায় দেশবাসী অন্ন-বস্ত্র-বাসস্থান-স্বাস্থ্যের কাঙাল, এক পা-ও এগোলো না , ক্রীড়া জগতের উন্নয়নে সরকারী প্রয়াস নাই , মদত নাই , পরিকল্পনা নাই , বাজেট বরাদ্দ নাই , দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য নাই , পরিকাঠামো নাই, দেখে শুনে মনে হয় এশিয়াড গ্রাম অধুনা অকেজো । চমৎকার , চমৎকার কেন্দ্রীয় সরকার ।
আকস্মিক সন্ত্রাস রোখার অজুহাতে আগে থেকে ছকে'-দেওয়া সফর-পঞ্জীর আনুকূল্যে সীমিত বহরে সাজানো শহর দেখে বিদেশীরা এদেশের প্রকৃত স্বরূপ দেখার উপায় পেলেন না কিছু , রাজধানী থেকে অবাঞ্ছিত উদ্বাস্তু হকার ভিক্ষুক কুলিমজুর বিমুক্ত রাখার পরিকল্পনার ধন্য সুচারু নিষ্ঠায়, নিশ্ছিদ্র নিরাপত্তার প্রয়োগে । দেশবাসী ধন্য হলো অগ্নি-পরীক্ষার উত্তরণে , সংবাদের সাধুবাদে , এশিয়াডের শিক্ষায় , ধন্য , ধন্য গণতান্ত্রিক সরকার !!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register