এখন কেউ কারো খবর রাখে না, আয়নার কাঁচে যার মুখ তার মুখ এইরকম নিয়মমাফিক কুশল জিজ্ঞাসা ছুঁয়ে যায় মানুষের ঠোঁট
ঠোঁট জুড়ে
এখন শুধুই ভণিতা। মানুষ জানে--
আজ কারো সাথে কোন সখ্যতা নেই---
বড় বেশি অস্পষ্ট গাছ নদী আর নারী নিয়ে
এখন মানুষ জমে আছে শূন্যের নীচে তাপমাত্রায় স্থানু, শব্দহীন হিম।
0 Comments.