রূপসা নদী, ভোরের আকাশের মতন শুভ্র
একটা সময় ধরে রাখতে চেয়েছিলাম
নির্বাক দুপুর গুলো গড়িয়ে গড়িয়ে চলে গেল
চেনা অবয়ব এর মধ্যে এসে পড়ে
দৃষ্টির ভেতর ব্যাকুলতা, জীবন ভেসেছে মেঘের মতন/
চাওয়া পাওয়ার হিসেব হাতের ওপর হাত রেখে করতে করতে/
সব পাতা গুলো উড়ে গেছে গাছের থেকে
সব হারিয়ে যেন তাকিয়ে আছে দিগন্তপথে
জোৎস্নাআকাশ নদীদেশ হয়ে চলে যায় মোহনায়
নিদারুণ বিষন্নতা হৃদয় জুড়ে, ছড়িয়ে অনন্ত ছুঁয়ে
চলে যায় এক বিন্দুর দিকে....
মনে হয় কোন এক রহস্যময় জটিল উপপাদ্য
সমাধানে সূত্র খুঁজতে খুঁজতে লাল মাটির
গভীরে আরও গভীরে আরও গভীরে...
0 Comments.