এত আন্তরিক আমন্ত্রণ দাও
আমি প্রলুব্ধ পাথর হয়ে ফিরি---
কখনও চিত্ররথ, প্রবল শরীরী
উষ্মা দেখেছ, কখনও বা ছায়াপথের
নিবিড় তঞ্চকতা---
নিজেকে ঠকাই, নিজেকেই বলি,
‘থাক, চায় না যখন…
আর তো ক’টা বছর, কিছু ছাই না হওয়া
শঙ্খচূড় রাত--- বীতশোক জন্মান্তর,
অন্য আঘাত...
চায় না যখন ভালবাসা চূর্ণ করে দিই।’
0 Comments.