T3 ।। কবিতা পার্বণ ।। 26য় শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়
সেই পৌষ এই পার্বণ
বসত এখন শহরতলির কাছে,
ইউটিউবে ঝুমুর গানের কলি।
মকর স্নান তো কবেই ছেড়ে গেছে,
যদিও বানাই দু-এক রকম পুলি।
দেখছ কেমন পৌষ মাসের মাঝে
গ্রীষ্ম যেন দিচ্ছে এসে হানা?
হঠাৎ যেন হিমেল ঋতুখানি
অগ্নিশর্মা শীতকে করে মানা?
আনমনে যাই সেই শেগুনের বনে,
রাঙামাটির পথের ধারে বাড়ি,
ভুলিনি সব কিছুই আছে মনে--
খেলার মাঝে আজ ভাব কাল আড়ি।
আমি বসে গাইছি টুসু গান,
সবার সাথে রাতের বেলা জেগে।
রাত পোহালেই নদীর জলে স্নান --
ভেবেই কাঁপি দাঁত কপাটি লেগে।
কাঁপছি নেমে দামোদর জলে
ঠাকুমাকে জড়িয়ে ধরে ডুব--
ওরে বাবা হাত পা গেল খুলে!
ঠকঠকিয়েও মজা ছিল খুব...
কী যে মায়া সেসব দিনের ডাকে--
কেউ ডাকে না তবুও খাড়া কান;
হাঁকছে যেন দুচোখ টিপে সই,
খেলছে ডেকে দিয়ে ছদ্মনাম:
আয় রে আমার গাঁদা ফুল...
আয় তো আমার টোপা কুল...
আয় তো টিয়া মেলে ডানা...
আয় রে কোথায় হাস্নুহানা...
বসত ছিল দামোদরের কাছে,
একটু দূরে বইত বরাকর।
বাল্যভূমি আমায় ভুলে গেছে --
আমার মনে সেসব দিনের ঘর।
0 Comments.