T3 ।। কবিতা পার্বণ ।। 26য় শেখর কর
১| অমীমাংসিত
প্রতিটি চরমের শেষে
অবসন্নতায় ডুবে যায় তেজ
আঁধার গ্রাস করে সত্বা
জেগে থাকে মন, মনের চোখ
নিরন্তর অপলক...
কাঙ্ক্ষিত বাসনা মিটে গেলে
তীব্রতা উদগ্রতা
সব জোলো হয়ে ওঠে
এসব ভাবতে ভাবতে একদিন
অমোঘ সন্ধ্যা নামে
আদিগন্ত কুয়াশায় ঢাকা পরে
অমীমাংসিত যাপনকথা..
২| খেয়াল
এখনও হিমেল সন্ধ্যায়
ফিরে যেতে সাধ হয়
কবোষ্ণ ইমনে
বাতাসের হাতছানিতে
অধরা ইচ্ছে জাগে
বিলাসখানি মনে
ভাটিয়ারের আলাপে
শেষ থেকে শুরু
এখনও এ জীবনে…
0 Comments.