Thu 18 September 2025
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

maro news
হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

খাই-খাই ছানারা

পৌষ এসেছে খুব মজেছে শান্তু-পান্তু ছানা মা বলেছে, কী বলেছে? খুব খাওয়াবে পিঠে পুলি মন্ডা মিঠাই ছানা। শীত এলে সন্ধে বিকেল দুপুর রোদের পর ভাল্লাগে না দিনমান ঐ শুধু পড় আর পড়। পিঠে খাব নাড়ু খাব আছে ছানার হরেক মিষ্টি পাঁঠা খেলাম খাসিও খাসা হোকনা যত ফিস্টি। সব ফেলে তাই এখন খাব মায়ের হাতে গড়া হাজার রকম পুলি-পিঠে আর ছানার মনোহরা। শান্তু-পান্তু দুইভাই সারাদিন করে খাই-খাই সকাল বিকেল মায়ের কাছে এটা চাই ওটা চাই। মা বলেছে, কী বলেছে? যত করো বায়না, সংক্রান্তি-পৌষ পেরিয়ে গেলে পিঠে-পুলি কোনকিছু আর না। শান্তু-পান্তু বলেই বসে,কেন নয় আর মা ? তোমায় দেব মা বড়সড় রান্নার তকমা, সরস্বতী পূজাতে কড়াই শুঁটির ভুণি খিচুড়ি সঙ্গে কষা আলুর দম ওতে যায় মন ভরি!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register