Fri 19 September 2025
Cluster Coding Blog

কাব্য কথায় অর্কজ্যোতি ভট্টাচার্য্য

maro news
কাব্য কথায় অর্কজ্যোতি ভট্টাচার্য্য
অঙ্ক
আমরা যারা তাকাই শুধু ইচ্ছে মতন নদীর জলে তোমার তখন দু'কুল ছাপায় ৷ হঠাৎ যদি আঙুল ছুঁতে অতর্কিতে ডিসেম্বরের শীতেই জানি শরীর কাঁপায় ৷
তোমার বাড়ির রাস্তা চেনা লোডশেডিং-এ যাবার পথে এক পা, দু'পা আমার জানা ৷ যে কথাতে প্রথম প্রথম পাড়ার রকে ঠোঁটের কোণে তিল খুঁজতে আমার মানা ৷
কিছু দিনের মান অভিমান অসংযত পেণ্ডুলামের দোলার মতই হাঁতড়ে শেষে এক বিছানায় দুটো মানুষ সহজ হিসাব সুযোগ পেলে কাদা কিন্তু জলেই মেশে !
তারপরে ঠিক যেখান থেকে আলাপ শুরু পাশাপাশি হাঁটতে যাবার সুযোগ পেলে তুমি তখন দমকা বাতাস ৷ দেশান্তরী ৷ উৎপাদকে ভাঙার আগেই অঙ্ক মেলে ৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register