Thu 18 September 2025
Cluster Coding Blog

মেলালেন তিনি মেলালেন

maro news
মেলালেন তিনি মেলালেন
এক বছরের অপেক্ষা শেষ করে এবং শীতঘুম কাটিয়ে তরঙ্গ ফিরল টেক টাচ টক কে সাথে নিয়ে। সিদ্ধান্ত গতবছর কলকাতা বইমেলার ভিআইপি গেটে দাঁড়িয়ে ফাইনাল করা হয়েছিল। তবে তা প্রকাশ করা হয়নি। কারণটা একটাই ওই যে বলে ভাত ছড়ালে কাকের অভাব হয় না, তবে এক্ষেত্রে কাকগুলো হলো তরঙ্গ আর টেক টাচের বন্ধুরূপী শত্রুরা। আমরা জানতাম সেদিনই যদি দুটো হাউস প্রকাশ্যে পরস্পরের হাত ধরে নেয় তবে আমাদের দুটো হাউসের ভেতরে থাকা সর্ষের মধ্যে ভূত খোঁজা অসম্ভব হয়ে দাঁড়াবে।এক্ষেত্রে ভাতটা হলো দুটো হাউসের আন্তরিকতা। তরঙ্গ জন্মলগ্ন থেকেই অনেক বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, টেক টাচ টক সেই সময় সদ্য ফোটা ফুল তাতে ভ্রমরের উপদ্রব কিছু কম ছিলো না। সুতরাং দাঁতে দাঁত চেপে একটা বছর ধরে সত্য গোপন করে গেছে দুই ষড়যন্ত্রকারী। এবার বলবো ষড়যন্ত্রকারী দের নাম। T3 মানে টেক টাচ টকের ডিরেক্টর সাহেব ঋষি ভট্টাচার্য এবং তরঙ্গ-পুরুষ, তরঙ্গ তথা T3-এর প্রধান সম্পাদক শাল্যদানী। দুটো হাউস, তরঙ্গ ও T3 এল এক ছাদের তলায়। ডুবসাঁতার দিয়ে এবার পারে পৌঁছানোর সময় এসেছে তাই সানন্দে জানাচ্ছি আমরা আজ থেকে আইনত ও সমাজগতভাবে এক পরিবার হলাম। তরঙ্গ প্রকাশ করবে দুটো হাউসের সমস্ত প্রিন্টেড বই এবং T3 হাত ধরে থাকবে হাওয়ার মাধ্যমে ( টেকনিকালি)। আর সমস্ত ওয়েব ম্যাগাজিন যেরকম T3 প্রকাশ করছে তা করবে(সপ্তাহে দশটাই)। তরঙ্গ প্রকাশ করবে প্রত্যেক মাসের ছাপা পত্রিকা যেমনটা বিশ্বব্যাপী লকডাউনের আগে করে এসেছে নিয়মিতভাবে। তার নতুন রূপ T3- এখন তরঙ্গ।লেখা জমা দেওয়ার নিয়মাবলী খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। আপাতত এইটুকুই, বাকি আছে আরও অনেক চকলেট বোম। ততক্ষণ শত্রু, বন্ধু সবাইকে পাশে চাই।
সোমা চট্টোপাধ্যায় রূপম ( প্রকাশক, তরঙ্গ পাবলিসার্স) সুবীর মণ্ডল (প্রচার ও নিবেদনে, হাউস টেক-টাচ-টক্)
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register