Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১০৭ বিষয় - মহালয়া/ ভগৎ সিং/ সংস্কৃতি

মহালয়া

আশ্বিনের এক শারদ প্রাতে, বেজে ওঠে মহামায়ার আলোর বেণু। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয় মাতৃপক্ষের, সূচনা হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার। আকাশ বাতাস ভরে ওঠে পূজোর গন্ধে, আবহমান কালীন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শোনা যায় বেতারে, আজো প্রায় প্রতিটি ঘরে। এ যেন এক আশৈশবের আবেগ, আবেশ, গঙ্গায় চলে তর্পণ, পিতৃপুরুষের উদ্দেশ্যে। পুজোর ঢাকে কাঠি পড়ে এদিনই, কাশের বনে জাগে হিল্লোল, শিউলি বিছানো পথ প্রহর গোণে, মায়ের রাঙা চরণের। পদ্মেরা পূর্ণ বিকশিত হয়, মায়ের অর্ঘ্যের তাগিদে। আগমণী সুরে নেচে ওঠে মন, বছর ঘুরে আবার কন্যারূপী উমার বাপের বাড়ি আগমনের তরে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register