হৈচৈ ছড়ায় অজিত চৌধুরী
তিনটি ভুতে
চুপ চুপ চুপ কানটি খাড়া
শ্যাওড়া গাছের ডালে,
তিনটি ভুতে কত্থক নাচে
গানের তালে তালে ।
তাইনা শুনে বিচ্ছু ছেলে
পাড়ার শশীকান্ত,
বললো তোরা ভোজালি ছোরা
যা আছে তাই আনতো ।
ভোজালি নিয়ে হন্যে হয়ে
যেই গিয়েছে কাছে,
দেখলো সেথা ভুত সে কোথা
তিনটি পেঁচা গাছে ।
0 Comments.