Thu 18 September 2025
Cluster Coding Blog

ধারাবাহিক কিশোর ভৌতিক উপন্যাসে আরিফা খাতুন (পর্ব - ৪)

maro news
ধারাবাহিক কিশোর ভৌতিক উপন্যাসে আরিফা খাতুন (পর্ব - ৪)

লুপ্ত কুঠি পর্ব

রজত ও আসিফ দু 'জন এক সঙ্গে কাঠ কাটতে বের হলো অথচ তারা পরস্পর অন্য কথা বলছে কেন ? এই এক প্ৰশ্ন সবার মনে তখন ঘুরে বেড়াচ্ছে । ঠিক কি হয়েছিলো ? বেশখানিকক্ষন সবাই কথাবার্তা , আলাপ আলোচনা করে কাল ঠিক কি হয়েছিলো তার অনুসন্ধান করতে বের হবে বলে মনস্থির করলো। রজত ও আসিফ একটু খাওয়া দাওয়া করে বের হলো । ঠিক জঙ্গলে ঢোকার আগে আসিফ সেই চায়ের দোকান দেখতে পেলো, "রজত দাঁড়া ওই দেখ, এই দোকানে আমি কাল সাহায্য চাইতে এসেছিলাম , চল যাই ওদের সাথে কথাবলি তাহলে তুইও বুজবি আমি মিথ্যা বা মনগড়া কথা বলছি না।" রজত - " তোর কি মনে হয় , আমি মিথ্যা বলছি"? আসিফ - " তা কেন হবে , কিন্তু আমরা দুজন যখন ঠিক বলছি কিছুতো ঘটেছে সেটাই তো জানতে হবে । চল ওদের সাথে একটু কথা বলে আসি ।"

রজত ও আসিফ চায়ের দোকানের দিকে এগিয়ে চললো । দূর থেকে স্বপন দেখতে পেয়ে ডাক দিলো " এই যে দাদা আপনার অপেক্ষাতে তো আমরা ছিলাম এতো দেরি করে আসলেন যে ? কাল তো খুব বন্ধুর জন্য কান্নাকাটি করছিলে "। আসিফ - " না ভাই তা নয় ", তারপর সমস্ত ঘটনা বলতে লাগলো । সবাই তখন দুজনের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলো । আসিফের কথা শেষ হলেই , তপনবাবু অট্টহাসি শুরু করলেন " আমি বলেছিলাম , ভূতে ধরেছে বিশ্বাস হয়নি তো এখন বোঝো "। ওখানে সবথেকে ছোটো সদস্যছিলো বছর বারোর বিল্টু, সে বলে উঠলো , " আরে দাদু , তুমি না পুরো গল্পোটা মাটি করে দিলে "। আসিফ তখন বলে উঠলো , " আমাদের বিশ্বাস করুন , কাল তো আপনারা আমাকে দেখেছেন । আমার দেখে কি আপনাদের মনে হয়েছে আমি ইয়ার্কি করেছি ? আমাদের সঙ্গে কিছু একটা তো ঘটেছে তাই আপনাদের সাহায্য চাইছি"।রজতও অনুরোধ করলো ওদের সাহায্যের । কারণ ওরা এতো বছর একসঙ্গে কাঠ কাটছে , এমন ঘটনা তো ঘটেনি । আসিফ যে তার বন্ধু ওতো আর মিথ্যা বলবে না , আর আসিফ যা বলছে, তার কিছু রজত মনে করতে পারছে না । ওদের সব কথা শুনে স্বপন বলেলো, "আমরা তো এসেছিলাম তোমাদের সাহায্য করতে , চলো সবাই ঘুরে আসি , আমাদের জঙ্গল ও দেখা হবে ।"

তখন সকাল ১০টা কি ১১টা হবে ,জনা কুড়ি লোক জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। হাসাহাসি, গল্পো গুজব ,কোলাহলের আওয়াজ আসে পাশের জঙ্গলে যেন নিস্তব্ধতা ভঙ্গ করেছে। প্রায় ঘন্টা খানেক হাঁটার পর ঘঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার। কিছুজনের কানে সে আওয়াজ গেলো, সবাইকে চুপ করতে বললো আসিফ , মিনিট দশেক পর আবার সেই পুরানো চাবুক মারার আওয়াজ শোনা গেল তার সাথে কান্না আর হাহাকার ।

চলবে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register