কাব্যানুশীলনে অজিত কুমার জানা
উমা
প্রকৃতির অনন্য রূপ উমা,
বৃক্ষরাজি তাঁর অমূল্য প্রাণ।
স্নিগ্ধ, শান্ত মৃত্তিকা তনু,
জলরাশি তাঁর হৃদযন্ত্রের গান।।
সময়ে সময়ে বদলায় রূপ,
আমরা বলি তাকে ঋতু।
ফুল, ফল আর ফসল,
এভাবেই গড়ে ওঠে সেতু।।
মানসী, রূপসী, তাপসী, দুর্গা,
সবার ভিতরে অসীম শক্তি।
কখনো এলোকেশী, রুক্ষ মরু,
কখনো পার্বতী অঢেল ভক্তি।।
অশুভ জঞ্জাল যখন বাড়ে,
প্রকৃতি উমা দুর্গা নামে।
রণসাজে সজ্জিত হয়ে একাই,
অবতীর্ণ হয় এই ধরাধামে।।
0 Comments.