Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

ক্যালেন্ডার আর দিনের সমন্বয়

এক একটা দিন করে পেরিয়ে যাচ্ছে সময়, অতিমারীর অত্যন্ত একটি সংকটপূর্ণ সময় পেরিয়ে আস্তে আস্তে নিউ নরম্যাল ছাড়িয়ে আবার আগের মতো হয়ে ওঠার চেষ্টা করছি আমরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরির স্থল সবকিছুর মধ্যেই ছোট ছোট করে বড় পরিবর্তন আনার চেষ্টা চলছে, চলছে আবার নিস্তেজ হয়ে যাওয়া পৃথিবীকে আবার জাগিয়ে তোলার। কি ছিলো, কতটুকু ছিলো না, কতটুকু পাওয়ার মধ্যেও রয়ে গেছে জীবনের স্বল্প সংকীর্ণতা আর গোলাপের আস্তরণ, সেটা ভেবে দেখার সময়ও বোধহয় আজ পেরিয়ে গেছে অনেকটাই। জীবনের বেশ কিছু ক্ষেত্রে লেখালেখির মাধ্যমে মানুষ আবার নতুন করে বাঁচতে শিখেছে, তাদের মনে অনেক আশা নিয়ে আবার সেজে উঠবে ২০২২-সালের বইমেলা। জেলায় জেলায় ইতিমধ্যেই বইমেলা শুরুও হয়ে গেছে এবং মানুষ অক্লান্ত পরিশ্রম করে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে তাদের বইমেলার সম্ভার। এই সপ্তাহেও সাহিত্য হইচই-এ আমরা বিভিন্ন রচনার সম্ভার নিয়ে হাজির হয়েছি। ধারাবাহিক উপন্যাস ছাড়াও যুক্তি তক্কো, কবিতা সবকিছু নিয়ে এক রঙ্গীন স্বপ্নের সমাহার। আমাদের লেখকরা তো কেবল লেখেন না, তারা তো স্বপ্নের উড়ানে ফেরি করেন অজস্র বেলুন, অজস্র মুহূর্ত। সেই মুহূর্তকথাগুলোই টেকটাচটকের রসদ যোগায়। আপনারাও পড়তে থাকুন, আমাদের লেখা পাঠান টেকটাচটকে। মেইল করুন: techtouchtalk@gmail.com/ sreesup@gmail.com

শ্রীতন্বী চক্রবর্তী

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register