Thu 18 September 2025
Cluster Coding Blog

কাব্যানুশীলনে বিজন রায়

maro news
কাব্যানুশীলনে বিজন রায়

রোদ্দুর সংলাপ

বাসন্তী রং শাড়ি নাহয় না পরলে আজ, নাইবা যদি বাঁধো তোমার বেনি- কি আসে যায়। আছে তোমার রোদ্দুর রং আমি তোমায় বৃষ্টি রঙে চিনি। বকুল মালা না থাক তোমার খোঁপায় পথের পাশে আছে বন জুঁই- তুলবো সে ফুল গেঁথে দেবো চুলে,আমি জানি- তুমি আমার বৃষ্টি নামের সই। ফিরবো দুজন হাতে ধরে থমকে যাবে বাতাস দেখবে আকাশ দেখবে রাতের তারা- বিদায় রাতের জোছনা রং মাখিয়ে দেব নিশির পাখি দেখবে চেয়ে,নয়ন দিশাহারা। দেখো। অন্য রঙে মানায় না তোমার, গাজন মাসে পলাশ যদি দিই- বসন্ত খুব খুশি হবে, না-না,না-না-পাছে আমি লজ্জা পাবো, ছি-ছি ছি -ছি- হলুদ-শিমুল-পলাশ- ওতো বসন্ত দেয়। আমার হবে কি। তুমি রোদ্দুর রঙ নাও,ও বৃষ্টি। বৃষ্টিপাশে রোদ্দুরটা বড় যে মিষ্টি। আমি তোমার রংধনু রঙ দেব,থাকবে পাশে? শীতের শিশির কাঁচরঙা ঐ ঘাস- বসন্ত যে চলে যাবে চৈত্র শেষে। আমি কিন্তু তোমার পাশে থাকবো বারোমাস।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register