কাব্যানুশীলনে হামিদুল ইসলাম
বৃষ্টি কথা
কখনো গাছের ছায়ার মতো ইচ্ছেগুলো ঘুমোয়
নিবিড় সন্ধ্যা নামে
পাতাদের বুকে। কথাঘরে পাখিদের আনাগোনা
বকুল গন্ধে বৃষ্টি নামে হৃদয়ের ক্যানভাসে ।।
দূরে ভাঙন
নদী ভাঙে। পাড় ভাঙে
কখনো হৃদয় ভেঙে হয় খান খান
সারা উপত্যকা জুড়ে ফিরে আসে নীরব বিষন্নতা ।।
কারা বাড়িয়ে দেয় হাত
বৃষ্টি শুষে নেয় বুক। বৃষ্টি শুষে নেয় মৃত্যুর সুবাস
কথার নাড়ী ছিঁড়ে বেরিয়ে আসে ঈশ্বর
আমরা পেরিয়ে যাই বৈতরণী। পেরিয়ে যাই রাঙা সরণি ।।
0 Comments.