প্রবাসী ছন্দে আবদুল বাতেন (নিউইয়র্ক)
রিকুয়েস্ট
যে রকমই থাকি না, বুকে বেঁধে-
চরে আচমকা আটকে যাওয়া
লঞ্চের আহাজারি
সেঁটে শিরা উপশিরায়
পাহাড় ধ্বসে পড়া ঘরের গোঙানি
প্রিয় প্রাক্তন,
তোমার টগবগে বরের
বিত্তের বয়ান করে করে
আমার ফাটা ফুসফুসে আর
জোড়া জোড়া জোঁক ধরিয়ে দিও না।
0 Comments.