হৈচৈ কাব্যে বিচিত্র কুমার
মশার জ্বালা
দিনের আলো নিভে যখন
সূর্য ডুবি ডুবি,
মশাগুলো ভোঁ ভোঁ করে
আসে চুপিচুপি।
চড়-থাপ্পড় গায়ে মেরে
যতই বলি পালা,
দুষ্টুগুলো যায় না সরে
ভীষণ করে জ্বালা।
ওদের থেকে রেহাই পেতে
মশারি যখন টাঙাই,
পাজীগুলো ওই কু-সুরে
ভোঁ ভোঁ গান শুনাই।
0 Comments.