কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য
মধ্যরাতে
তুমি আসো,
নিবিড় আদরে ভালোবাসো।
দিনে পরবাস,গোপন ইস্তেহার তোরঙ্গে তোলা থাকে।
রাতে ফনা তোলে সাপ,
প্রতিটা ছোবলে মৃত্যু
শুষে নেবে যেন শরীর আমার,
নীল হয়ে যেতে যেতে,আষ্টেপৃষ্টে তোমাকে
জড়িয়ে ধরি
তোমার মধ্যে আমার জন্ম হয়
আবার।আবার...
0 Comments.