T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় ছন্দা চট্টোপাধ্যায়
কে জাগে রে
কে জাগে রে? ঘুমায় বা কে? উড়ছে রাতে লক্ষ্মীর বাহন,
লক্ষ্মী বৌ ব্যস্ত পূজোয় তার দুঃখের সাত কাহন--
কেউ বোঝে না।
বাপের বাড়িও কোজাগরী পূজোয় পায় না যেতে লক্ষ্মী মেয়ে,
লুকিয়ে রাখা অশ্রুধারা গড়িয়ে নামে কপোল বেয়ে--
কেউ মোছে না।
সবাই বলে আহা লক্ষ্মী বৌ--, জামাইও যদি লক্ষ্মী হয়?
মেনিমুখো বদনামে তবে লোকনিন্দার ঢেউ যে বয়।
ঢেউ ঘোচে না।
আর এক ঘরে নেই লক্ষ্মীপূজো,
রাত জাগানিয়া জ্যোছনাফালি একলা খাটে লুটায় যবে,
লক্ষ্মী বৌয়ের থান কাপড়ে চাঁদের আলো ধবধবে--
তার মাছ বিনে ভাত রোচে না।
লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বৌ, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছানা--
সবাই পারে লক্ষ্মী হতে মা লক্ষ্মীর নেই কো মানা।
0 Comments.