Fri 19 September 2025
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় দীপায়ন হোসেন

maro news
T3 || আমার উমা || 26য় দীপায়ন হোসেন

আগমনী পূজো

শরতের নীল আকাশ, কাশ ও শিউলি ফুলের গন্ধ চারদিকে পূজোর আমেজ, দূর থেকে শোনা যাচ্ছে ঢাক ও শঙ্খের আওয়াজ পূজো এসে গেল। এলো এলো পূজো এলো ভাই-বোন আয়রে সবাই ছুঁটে। পূজোর স্বাদ, গন্ধ নিতে মা-দুর্গা আসছেন ধরণীতে এক বছর পরে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গনেশ সাথে করে আয়রে সবাই মায়ের কাছে ফুল-ফলে বরণ ডালা সাঁজাই। এলো এলো পূজো এলো ভাই-বোন আয়রে সবাই ছুঁটে। সোনালী রোদ বেঁকেচুরে উঠানেতে ঝরে, দু'হাত তুলে নাচছে শিশু নতুন জামা পরে। প্রিয়তমার আবদার- পূজোর মেলায় এবার তার রঙিন চুড়ি চাই। এলো এলো পূজো এলো ভাই-বোন আয়রে সবাই ছুঁটে। শিউলি, বকুল, টগর, জবা ফুলে ভরে উঠেছে বাগান, শরত আকাশে সাদা মেঘের ভেলা প্রবল বেগে ছুঁটছে, মাধবীলতা আর যুঁথী ফুটেছে আঙিনায়। এলো এলো পূজো এলো ভাই-বোন আয়রে সবাই ছুঁটে। মা আসছেন! আসছেন মা পরমেশ্বরী মহামায়া তাঁর আবির্ভাবে ধরণী হয় প্রাণময়ী। "ওঁ সর্বমঙ্গলমঙগল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রৈম্ব্যকে গৌরি, নারায়ণি নমোহস্তুতে।"
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register