Fri 19 September 2025
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় রাজু মণ্ডল

maro news
T3 || আমার উমা || 26য় রাজু মণ্ডল

স্বপ্ন

১ স্বপ্ন হল একটি বড় সংসার যে শুধু ঘুমের ভিতর আমাকে নাড়াচাড়া করে আমাকে হাসায় কাঁদায় আর বলে আরও কিছুদিন সুখে থাক এইটুকু মিথ্যে ছাড়া তার কাছে চাওয়ার নেই কিছু ২ দু হাত বাড়িয়ে যা পাই না তা পাই স্বপ্নের ভিতর আর এই পাওয়া আমার দু হাতকে একেজো করে দিচ্ছে রোজ স্বপ্ন কি অসুখ ৩ এই জীবনে যতটুকু চলে এসেছি ততটুকুই আমার লড়াই আর যতটুকু যাব ততটুকু শুধু স্বপ্ন যাকে দেখা যাচ্ছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না স্বপ্ন হল বহুদূর ৪ প্রতিটা জীবনের উপর তার ছায়া আছে চলাফেরা আছে একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বুঝেছি সে আমার প্রেমিকার মত ৫ তাকে দেখি আশ্রয়ের মত থাকি কথা বলি শুধু তার দেওয়াল নেই বলে নিজের ঘর বলে দাবী করতে পারিনি কোনদিনও ৬ চোখ বন্ধ করে যার কাঁধে চড়ে অনেকদূর যাওয়া গেল সে এক ভুল গাড়ি যার রাস্তা নেই শুধু আছে অ্যাক্সিডেন্ট ৭ মনে হবে সে আমার সে আমার অনেক কাছের অথচ সে ধরাছোঁয়ার বাইরের একজন আত্ম অহংকারী ৮ জীবন একঘেঁয়ে হয়ে উঠলে মানুষ স্বপ্নের কাছে যায় হোঁচট খেতে এইটুকু ছাড়া সে আর কিই বা দিতে পারে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register