T3 || আমার উমা || 26য় মঞ্জীর
শারদীয়া
রোদরঙা দিন
নদীর ওপর উপুড় আকাশ
অনেকগুলি স্মৃতির নৌকো ভেসে যায়
মাস আশ্বিন
শিউলি তলায় ভোরবেলার ছায়া
অনেকগুলি স্মৃতির দুব্বো ভিজে যায়
কোথাও নবীন
কিশোর মাঠ পেরিয়ে, পথ পেরিয়ে
অনেকগুলি স্মৃতির চোরকাঁটায়
শারদপ্রাত রাস্তা পার হয়।
0 Comments.