T3 || আমার উমা || 26য় উত্তম চৌধুরী
দ্বিমাত্রিক
দেখেছি আলোর অন্ধকার।
হাসির অদূরে কান্নাকাটি,
জলের পাশেই মরীচিকা।
দেখেছি ফুলের কঠিনতা,
পথের বেপথু সওয়ার,
আগুনের জলীয় স্বভাব।
সহজের আড়ালে দেখেছি
জটিলের ধ্বজা তুলে ধরা।
ঘরের বাইরে অন্য ঘর
শাসনের নীচে আশকারা।
0 Comments.