T3 || আমার উমা || 26য় সমাজ বসু
ভেসে যেতে হয়,অথবা...........
ভেসে যেতে হয়---
পাড়ের যাবতীয় দৃশ্য ফেলে,
পথের পোড়া কাঠ,বাসি ফুল এবং উচ্ছিষ্ট ---
তোমার এই পর্যটনের সঙ্গী হতে চায়
দু একটা শালিক কিংবা কাক। তারাও জানে ---
তোমার এই ভেসে যাওয়ার গল্প কী ভীষণ একগুঁয়ে আর জেদি,
কোন পিছুটানে ভ্রুক্ষেপ নেই নিরলস অগ্রগমন--জেটির শক্ত আবরণও তুড়ি মেরে অনায়াস ভেসে যাও।
এভাবেই ভেসে যেতে হয়---
অথবা দিন রাতের আলো গায়ে মেখে স্থির নিশ্চল
এক দেবদারু।
0 Comments.