Fri 19 September 2025
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় ত্রিদিবেশ দে

maro news
T3 || আমার উমা || 26য় ত্রিদিবেশ দে

মা আসছে

শিউলি ফুলের গন্ধ , জানিয়ে দেয় - মা আসছে আগমনী সুর কানে এলে, জানিয়ে দেয় - মা আসছে। মাঠে মাঠে শুভ্র বরণ কাশ ফুল, জানিয়ে দেয় - মা আসছে শঙ্খ কাঁসর ঢাকের শব্দ, জানিয়ে দেয় - মা আসছে। সুনীল উদার রোদ্দুর, জানিয়ে দেয় - মা আসছে স্বস্তি দায়ক বাতাস, জানিয়ে দেয় - মা আসছে। ধানের ক্ষেতে থৈ থৈ জল, জানিয়ে দেয় - মা আসছে বকুল টগর শিউলি ফুল, জানিয়ে দেয় - মা আসছে। নরম ঘাসে ভোরের শিশিরাঘাত, জানিয়ে দেয় - মা আসছে কাশবনী দোলনা দোলা, জানিয়ে দেয় - মা আসছে। কৃষ্ণচূড়া ফুলের সুবাস, জানিয়ে দেয় - মা আসছে গভীর নীল আকাশ, জানিয়ে দেয় - মা আসছে। শিশিরস্নাত শিউলি সুবাস, জানিয়ে দেয়- মা আসছে ঘাসের কানে কানে গুন গুন, জানিয়ে দেয় - মা আসছে। কাশফুলে ভরা নদীর দুই পার, জানিয়ে দেয় - মা আসছে বিজলী বাতির তীব্র আলো, জানিয়ে দেয় - মা আসছে। সূর্য স্নাত ভোরের আকাশ, জানিয়ে দেয় - মা আসছে শরৎকালের রোদের ঝিলিক, জানিয়ে দেয় - মা আসছে। শ্রাবণ ভাদোরের দাপুটে মেঘগুলো, জানিয়ে দেয় - মা আসছে শিউলি ফুলের গন্ধ, জানিয়ে দেয় - মা আসছে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register