Fri 19 September 2025
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় নন্দিতা দাস

maro news
T3 || আমার উমা || 26য় নন্দিতা দাস

কাশফুল

কাশফুল ওগো কাশফুল, আমায় তোমার ছন্দে নেবে ? তোমার ওই সাদা বর্ণে, আমার মনের কালিমা মেটাবে । বাতাসের সুরে তোমার দোলে, ভাসতে চাই আমি; বিষাদের মাঝে তোমার উপস্থিতি, আজকে বড়োই দামী। ক্লান্তি-বিষণ্ণতা-অবসাদে, আজ ভীষণ ভারাক্রান্ত মন, শান্তি পাই যখন দেখি, দুচোখ ভরে ওই কাশবন। এতো স্নিগ্ধ,এতো কোমল তুমি, তোমায় কেউ কখনও আঘাত করেনি? নাকি আঘাতে পুড়ে পাকা সোনা হয়ে, সেসব আর মনে রাখোনি ! আমিও চাই তোমার মতন হতে, আমাকে শেখাও তুমি; নিজের বাইরে আবরণ করে, ঢাকতে চাই আমাকে আমি। স্বল্পস্থায়িত্বে আগমন তোমার, ছুঁতে চাই প্রাণভরে; বাইরের অভিরতি সরিয়ে আমি, ভাসতে চাই একাকীত্বের সুরে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register