প্রবাসী মেলবন্ধনে ইমরান খান রাজ (বাংলাদেশ)
অশ্রুজল
তোমারে ভাল বাসতে বাসতেও-
বাসলাম না !
খুব কাছে আসতে চেয়েও-
কাছে আসলাম না!
স্পর্শ করতে চেয়ে আজও-
তোমায় ছুঁইলাম না !
আঙুল ধরে হাটতে গিয়েও-
পথ হাটলাম না !
এ-শুধু রাগ নয়, অভিমান নয়,
নয়তো কোন অভিযোগ তোমার নামে।
এ-শুধু হৃদপিণ্ডের হাহাকার আর অশ্রুজল !
0 Comments.