কাব্যানুশীলনে প্রণব কুমার বসু
বেশ্যা
সারারাত শরীরের বেচাকেনা চলে
দিনের বেলায় ঘুম - হেসে পড়ে ঢলে
সন্ধ্যে হলেই সব আসে মুখ ঢেকে
বিশ্রী গন্ধ মুখে - চলে এঁকে বেঁকে
সাধারণ মানুষ সব - কেউ বড় নেতা
দিনেতে নানান মুখ - রাতে বড় ক্রেতা
দিনকাল বদলায় - বদলায় রাত
আমরা সবাই তবু থাকি একই জাত|
0 Comments.