ক্যাফে হইচই কাব্যে প্রভঞ্জন ঘোষ
রংবাহারি
টকটকে লাল পাখি
ঝিলঝিলে নীল মাছি
ধবধবে সাদা ষাঁড়
মিসকালো গোঁফগাছি।
খ্যারখ্যারে খাঁকি উঁট
ম্যাড়ম্যাড়ে মেটে ওল
ফিনফিনে পীত পোকা
ঘোর ঘোলা ডাল ঝোল।
বাঁদুরে আহারে দোল
ঘিনঘিনে ঘিয়ে সাপ,
অতি আসমানি জুতো
পায়ে কি গো খায় খাপ।
0 Comments.