কাব্যানুশীলনে পিঙ্কি ঘোষ
পাথুরে প্রেম
আমার মরুভূমির জীবনে তুমি ছিলে একখন্ড জয়সেলমীর
ক্যাকটাসের তৃষ্ণা বুকে লুকিয়ে পাথুরে প্রেমে ভেসেছিলাম
অন্তঃসলীলা লুনী কোন পথে প্রেমিকের কাছে ছুটে যায় জানিনা
পড়তে পারিনি তপ্ত বালির হাইডোগ্রাফিক লিপির উপন্যাস,
তবুও .....
পাথুরে প্রেম লালবর্ণ হয়ে রাঙিয়ে দিয়েছিল আমায়।
আজ বালিস্রোতে ভেসে গেছে পাথুরে প্রতিশ্রুতির নিথর দেহ
আমার জয়সেলমীর - আমার বটবৃক্ষ- আমার ভরসার বারান্দা
পাথুরে কারুকাজে ভরা তোমার নাগরীক জীবনের সভ্যতা
ব্যর্থ প্রেমিক হয়ে ইতিহাস সৃষ্টি করেছে আমার বালির বুকে,
ভরসার বারান্দার ছাদে অজস্র ফাটল, আগাছার গোছানো সংসার।
ইতিহাস হতে সময় লাগে না...
0 Comments.