Fri 19 September 2025
Cluster Coding Blog

T3 || ঘুড়ি || সংখ্যায় ইন্দ্রাণী ঘোষ 

maro news
T3 || ঘুড়ি || সংখ্যায় ইন্দ্রাণী ঘোষ 

 ঘুড়ি কোলাজ 

১। আকাশ যেদিন মেঘভাঙা রোদে গা ধূঁয়ে সাজুগুজু করে , ঘুড়ির টিপটি না পরলে তাঁর চলে না ,তাঁর প্রেমিক মেঘ বলেছে টিপ পরতে । প্রেমিক তাঁর এই সময়তেই ফুরফুরে মেজাজে থাকেন । না হলে তো সারা বছর তড়পান । ওই ঘূড়ির টিপেই মেঘ মশাই মজেছেন, সেই কবে থেকে আকাশের মনে নেই । মেঘে ঢেকে থাকতে আকাশের বেশ লাগে আর ঘুড়ির টিপে সাজলে,মেঘের মুগ্ধ দৃষ্টির জন্য আকাশের হ্যাংলুপনার শেষ নেই । ২।. সাদা বা হালকা রঙ ছাড়া হাসি দেবী শাড়ী পরেন না । মাথার চুল সব সাদা , শুধু ঘুড়ির ওড়নোর দিন টকটকে লাল শাড়ী জড়িয়ে ছাদে উঠে তিন, চারটে ভোঁ কাট্টা না করতে পারলে শান্তি হয় না । ঘুড়ির সুতোয় অপার মুক্তির আরাম পান তিনি। ৩। . চিলের সাথে উড়তে উড়তে ঘুড়ি মনে মনে বলে 'এ ব্যাটার ছোঁ মারার স্বভাব গেল না । খালি দেখতে আসা কতদূর গেলাম । আরে বাবা তোকে নিয়ে তো কাব্যি কম.হয় নি , তাও আমার পিছনে আসা কেন বাপু ? খালি কম্পিটিশন ।' ৪। ইস্কুলের জানলা দিয়ে পেটকাটি না চাদিয়াল দেখতে গিয়ে ,অঙ্কে ভুল হয় বারো ক্লাশের ছেলেটার । কাল রাতে মাঞ্জা দিয়ে রেখেছে সুতোয় । পাশের ছাদে ঘুড়ি ওড়ানো দেখতে সে উঠবে তো ? আজ কি রঙের ওড়না নেবে সে ? অস্তরাগের গোলাপিতে মিশবে সে রঙ ? স্যার এসে মাথায় হাত রাখেন । 'কি রে মন আজ ঘুড়ির সাথে পাল্লা দিচ্ছে তো ? আমারও দিচ্ছে । যা পালা , ঘণ্টা পড়ে গেছে ।' ৫। ঘুড়ি ভাবে কে বেশি আদুরি ? আকাশ? মেঘ ? না ওই ইস্কুলের ছেলের প্রতিবেশিনী ?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register