T3 || ঘুড়ি || সংখ্যায় প্রদীপ কুমার দে নীলু
ঘুড়ি
বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ির মেলা আকাশ পানে,
বিচিত্র সাজের ঘুড়ির বাহার,
ঘুড়ির সাজে সেজেছে বাজার।
ভোকাট্টা শব্দের হৈ হল্লা,
জাগছে শহরের সব মহল্লা।
কাটা ঘুড়ি যাচ্ছে কোথায়!
ইচ্ছে আমার যাবো সেথায়।
আকাশের ওপারে জগৎ
আছে,
চাইবো ঘুড়ি তাদের কাছে।
0 Comments.