Fri 19 September 2025
Cluster Coding Blog

T3 || ঘুড়ি || সংখ্যায় বদরুদ্দোজা শেখু

maro news
T3 || ঘুড়ি || সংখ্যায় বদরুদ্দোজা শেখু

স্বপ্নঘুড়ি

ঘুড়ি ওড়াবো ? সেই সঙ্গত উদ্দীপনা কই ? ঘুড়ি ওড়ানোর কথা শুনলেই স্মৃতি-মেদুর হই ! ঘুড়ির কথা ভাবতে ব্যস্ত রঙীন কাগজ কাটি তীর-ধনুকের মতন তাতে ঝাঁটার কাঠি সাঁটি বাবলা আঠায়, রঙ-বেরঙের লম্বা লেজ লাগাই, কলার শলায় সুতো জড়িয়ে প্রস্তুত লাটাই-- ঘুড়ির সাথে সুতো জুড়লেই তৈরী স্বপ্নঘুড়ি , তক্ষুণি চাই ঘুড়ির সাথে নীল আকাশে উড়ি । ধান-কাটা তালবনার মাঠে সঙ্গী- সাথী জুটি' উড়িয়ে ধরে শখের ঘুড়ি, মাঠের মধ্যে ছুটি লাটাই ধ'রে, ছুট্ ছুট্ ছুট্, হাওয়া ধরাই ঘুড়িতে-- উড়লে ঘুড়ি তাকিয়ে থাকি তন্ময় দৃষ্টিতে , তরতরিয়ে উড়ছে ঘুড়ি , সুতো ছাড়তে থাকি হাওয়ায় হাওয়ায় টানছে সুতো,ঘুড়িটা যেন পাখি অনেক উঁচু উঠে যায় সে,দেখতে ছোট্ট লাগে সুতোর টানে ভারী লাটাই থাকছে না যে বাগে ! লাটাই ধ'রে সবাই দ্যাখে, সঙ্গীরাও বুঝুক লাটাইয়ে ঘুড়ির সুতোর কী টান , গর্বে ভরে বুক। হঠাৎ কখন্ সন্ধ্যা নামে ,বেজায় অপ্রস্তুত ঐ ঘুড়িকে নামিয়ে আনা বিশাল হুজ্জুত --- জড়াতে থাকি সুতোর লাটাই, সহজ নয় সে কাজ আপন মনে উড়তে থাকে ঘুড়ির পক্ষীরাজ ! নামিয়ে আনতে আঁধার ঘণায়, বাড়িতে খাবো বকা? স্বপ্নঘুড়ি উড়তে থাকে আনন্দে একরোখা উড়তে থাকে উড়তে থাকে মনের মধ্যে স্মৃতি অবোধ ধারায় ভিজতে থাকে হারানো বাল্যবীথি ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register