কাব্যানুশীলনে জয়িতা আচার্য
দিনের শেষে ঝুলির মধ্যে
মস্ত একটা গোল্লা।
আজ প্রশ্নের মুখোমুখি,
নির্বাক আমি,
আবার ছিন্ন ভিন্ন
সময়ের ব্যবধানে আঁৎকে উঠা।।
অজস্র মুখোশের ভনভনানি
আঁকাবাঁকা গতিপথ,
ভেসে আসে আর্তনাদ গভীর রাতে।
নানা রঙে রঞ্জিত, অন্ধ ভূবন।
নৈঃশব্দ্য অসহায় হবে ...
0 Comments.