Thu 18 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

maro news
মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৩৭ বিষয় - প্রতিশ্রুতি ভঙ্গ

পেয়েছি তোমায়

প্রথম দেখেই অনুরাগে মনটি দিলাম সঁপে, দিবানিশি কাটতো শুধু তোমার নামটি জপে। যৌবনের‌ই প্রথম ছোঁয়ায় পেলাম তোমায় সাথে, প্রেমের আলোয় উদ্ভাসিত হৃদয় দিনে রাতে। তিলেক আধো থাকতে নারি তোমার দর্শন বিনে, অবশেষে প্রেমিক রপে নিলাম তোমায় চিনে। সুখ-দুঃখের ওই কত কথা বলতাম অকপটে, ইচ্ছে হত সদাই থাকি তোমার সন্নিকটে। কখন কবে কোথায় তোমায় হৃদয় দিলাম ঢেলে, নেইকো মনে তোমার হলাম আপনাকে ফেলে। আবেগি মন বলত শুধু জাপটে তোমায় ধরি, ভালোবেসে তোমায় নিয়ে মিলন মন্দির গড়ি। প্রেমসাগরের অথৈ জলে ডুব দিয়েছি যখন, উচ্চশিক্ষায় বিদেশ তুমি পাড়ি দিলে তখন। ভালোবেসে হাতটি ধরে দিলে প্রতিশ্রুতি, অপেক্ষাতে থেকো আমার ফিরব শীঘ্র অতি। আমায় ছাড়া কারেও তুমি করো নাকো বিয়ে, সুখের সংসার করবো আমরা ভালোবাসা দিয়ে। সেই আশাতেই রইলাম বসে আসবে তুমি ফিরে, তোমার কথা ভেবে ভেবে ভাসি অশ্রুনীরে। পাথরের ন্যায় দিন মাস বছর গেল হেঁটে হেঁটে, আনন্দ আর উৎসব দিলাম জীবন থেকে ছেঁটে। যোগিনী ওই রাধা যেন আর আনমনে থাকি চেয়ে, শ্রীকৃষ্ণের ওই বংশী শুনে ছুটে চলি ধেয়ে। তোমার আশায় পথপানে রই যে শুধু চেয়ে, স্মৃতির খেয়া পাড়ি দেয় আনন্দে মন নেয়ে। বছরের পর বছর গেল আর এলে না ফিরে, হারিয়ে গেলে কোথায় তুমি অজানার ওই ভিড়ে। তোমার দেওয়া প্রতিশ্রুতি করলে তুমি ভঙ্গ, ব্যকুল হৃদয় কাঁদে শুধু পেতে তোমার সঙ্গ। আশায় আশায় বুক বেঁধে রই পাবোই তোমার দেখা, তোমার সাথে বিয়ে আমার নিশ্চয়ই আছে লেখা। পড়ন্ত এই বেলায় এসে ভাবি একলা মনে, প্রতিশ্রুতি ভঙ্গ করলেও আছো আমার সনে। চোখের সামনে না থাকলেও তো আছো হৃদয় মাঝে, মনের চোখে দেখি তোমায় নিত্য সকাল সাঁঝে। নেইকো দুঃখ নেইকো ব্যথা চিরকালের তুমি, তোমার ভালবাসায় রাঙা আমার হৃদয়- ভূমি। রাত-আকাশে তুমিই ইন্দু দিনের দিনমণি, এই জীবনে তোমাকেই যে স্বামী রূপে গনি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register