Thu 18 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান উজ্জ্বল অধিকারী (তন্ময়) (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান উজ্জ্বল অধিকারী (তন্ময়) (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৩৬ বিষয় - অব্যক্ত বেদনা

ব্যর্থ প্রেম

হৃদয় আমার পুড়ে ছিল... তোকে ভালোবেসে । বুঝিনি তুই চলে যাবি অন্য কারোর দেশে । হৃদয় মাঝে দিলি ব্যথা, কোথায় রাখি বল ? চোখের কোনে অশ্রু জমে, যার অপর নাম জল । তোর কথা আসলে মনে, চোখে আসে জল জল আনতে নদীর ঘাটে বৃথায় যাওয়ার ছল । জল আনতে নদীর ঘাটে কি করি বসে বল ? জল ভরা নয় তো শুধু, তোকে খোঁজার ছল মানে না মন, যুক্তি বুঝি- সেথায় শুধু তোকেই খুঁজি হৃদয় বুঝি গাছের পাতা, হাওয়া এলে দোলায় মাথা । বুকের মাঝে দমকা হাওয়া, ভেঙেছে তোর চলে যাওয়া । জনের ভিড়ে জনস্রোতে, ব্যাকুল নয়ন খোজে তোকে । হেরে যাওয়া মনটা আমার নিঃস্ব হয়ে বসে পথে । মানুষ আমি বড্ড বোকা, পারলি তো তাই দিতে ধোকা। ব্যর্থ আমি বোঝাতে মনে, মন কি তবু বারণ শোনে । সেদিনের সেই স্মৃতিগুলো বুকের মাঝে হচ্ছে বোঝা অবুঝ হৃদয় প্রতি পলে পাচ্ছে তাই কেমন সাজা । কেঁদেছিলাম বোকার মত, আমিও সেদিন বল ? এই বুঝি হারিয়ে যাবি, তুই আমার শেষ সম্বল । জড়িয়ে ধরে রেখে ছিলিস, তোর চোখে ছিল জল । বুঝিনি তোর চোখের জলের, অভিনয় ভরা ছল ।। ব্যর্থ প্রেমিকা বারে বারে গুমড়ে তাই কেঁদে মরে । স্মৃতিগুলো হৃদয় মাঝে বিষাক্ত পিন ফুটিয়ে মারে ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register