কবিতায় ত্রিদিব কুমার বর্মণ
ভাংগা - গড়া - স্বপ্ন
দিকবিদিক উদ্বেলিত
একটা ছবি উঠলো ভেসে আকুল ক'রা,
সেই ছবিটি ঢাকতে গিয়েই ---
বুকের ভেতর কোন খানে বা' রক্তঝরা !!
বেরিয়ে পড়ে জোড়াতালি
ফুটোফাটা বুকের ভেতর আয়না ভাংগা,
একসময়ের স্বপ্নে গড়া ---
তাসের প্রাসাদ মাঠ পেরোনো ভুবন ডাংগা!!
এখন ঘরে অন্ধকার ই
প্রদীপ জ্বালার সম্ভাবনাও অস্তমিত ,
ইচ্ছে তো দূর পরাহত ----
চাইলে যদি স্বর্গ সুখ ফিরিয়ে দিত !!
এখন শুধু ঝরাপাতা
ছুটতে গেলেই থুবড়ে পড়া ন্যূব্জ ঘোড়া ,
স্বপ্নে দেখি কখনো বা' ----
বুকের ওপর বসিয়ে দেওয়া আমূল ছোরা !!
0 Comments.