কাব্যানুশীলনে গোবিন্দ দে
প্রত্যাশা
স্বপ্ন পুরন হয় না সবার
যা থাকে এই মনে,
হতাশা তাই বাসা বাঁধে
মনের গভীর কোনে।
এই তো জীবন সুখটা যে কম
দুঃখ অনেক বেশি,
আশার আলো নিয়েই মোরা
বাঁচতে ভালোবাসি।
ভাঁঙা গড়ার এই জীবনে
বাঁচি নিয়ে আশা,
প্রভু সবার ভালো করো
এইটুকুই প্রত্যাশা।
0 Comments.