- 5
- 0
সব ফুল নীচে পড়ে সব ফল।জন্মের পর থেকে পতন আর পতিত হতে হতে আর কতোকাল।
আমি কখনও প্রতিযোগিতা করিনি।দূরে থাকি।সফল মানুষ থেকে দূরে।তবু কেউ।কেউ কেউ ভয় পায়।শামুখ জীবন নিয়ে অতি সন্তর্পনে ঘাসে মুখ।তবু ওই নরম মাংস কাদের যেন খেতে ভালো লেগেছে,সুস্বাদু অতি।
বিম্বিসার জয়যাত্রা করে।শেয়ালেরা ভিড় করে আসে।চামচিকে বৃত্তাকারে ঘোরে উচ্চাশা অনেক থাকে সকলের।হারতে কে ই বা চায় পৃথিবীতে। অন্ধের মতো আরো অন্ধ তিমির ডাকে।
আমি শুধু দেখি কালো রাস্তার পরে ছড়িয়ে আছে সাদা সাদা খই।তারা পাখা মেলে দেয় শূন্যে।অবান্তর। তারপর নীচে পড়ে যায়।
0 Comments.