- 4
- 0
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৩৪ বিষয় - ঝড়ের রাতে তোমার অভিসার
একটা রাতেই পাল্টে গেল সব হিসেবনিকেশ, জীবনের সকল ধ্যানধারণা অয়নের। মা মারা যাওয়ার পর এই একটা রাতে বুঝতে পারল ও কতোটা একা। অগুণতি আত্মীয়স্বজনের ভিড়েও নিজের মনের কথা, ব্যথা জানাবার কেউ নেই।
মায়ের পরে ছিল একজনই, যাকে মাও খুব পছন্দ করে বেছেছিল অয়নের জীবনসঙ্গী হিসেবে। কিন্তু অয়নের আধুনিক ধারণায় তাকেও দূরে সরিয়ে দিয়েছে ও নিজেই। কিন্তু সে-ই যখন আজ ফোন করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল ঠিক মায়ের মতনই, তখনই অয়ন সিদ্ধান্ত নিল যে করে হোক ফিরিয়ে আনবে রিমিতাকে নিজের স্ত্রীয়ের মর্যাদা দিয়ে।
আনমনে আকাশের দিকে চাইতেই একটা তারা যেন ভীষণ জ্বলজ্বল করে উঠল, হয়তো অলক্ষ্যে মা তার আশীষ দিয়ে গেলেন।
0 Comments.