Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার (গুচ্ছ কবিতা)

১| সে

একটা পুতুল পেয়েছিলাম শৈশবে, ঠিক যেনো রূপকথার গল্পের নায়িকা ছিলো সে - কে যেন আমার এক জন্মদিনে উপহার দিয়েছিলো; সে পুতুল সব সময় আমার সাথে খেলা করতো: সুখ-দুঃখ হাসি-কান্না দুষ্টুমিতে। কয়েক বছর পর পুতুল টা - হঠাৎ সে এক উড়ন্ত প্রজাপ্রতির রূপ নিলো; এই বাগানে সেই বাগানে ফুরফুর করে উড়তো: হাসি আনন্দ উল্লাসে। আর আমি হলাম ভালোবাসার এক তরুণ শিল্পী হৃদয় মন্দিরে এঁকেছিলাম তার মুখশ্রীর ছবি; সে কোন এক বসন্তে বলেছিল - হাতে রেখে হাত তুমি হতে পারবে আমার ভালোবাসার কবি। তারপর থেকে সোহাগী ভাঙা স্টেশনে সে - দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্যে অপেক্ষা করতো; তার ভ্রমরকালো চুলগুলো ঝিরিঝিরি বাতাসে উড়তো উতলা উতলা পড়ন্ত বিকেলে। ইদানীং অবহেলায় অগুছানো যেন তুমি ঠিক বদলে গেছো এই পৃথিবীর জলবায়ুর মতো; এদিকে আমার হৃদয়ে অনাবৃষ্টি দেখা দিয়েছে তবু এখনো তোমার অপেক্ষায় আছি।

২| একেই বুঝি প্রেম বলে

হঠাৎ করে তোকে দেখে প্রেমে পড়েছি ঘুমের ঘোরে তোর কপালে চুমু খেয়েছি; মনের সকল ইচ্ছেগুলো উড়িয়ে দিয়েছি প্রেম আর ভালোবাসার মানে দুইটা জেনেছি। ইচ্ছেগুলো হাতছানি দেয় ইচ্ছে নদীর তীরে তোর হাতে হাত রেখেছি একটু ধীরে ধীরে; বুঝিনি যে প্রেমের জ্বালা কঠিন জ্বালা রে অশ্রু ঝরায় একলা নীরবে হৃদয় গভীরে। তুই ফুরুত ফারুত উড়িস ফিরিস দেখিয়ে তনু গা ইশারায় বলিস শুধু আদর করে যা; তোর প্রেমেতে ভিজবে কবে আমার শরীর গা সোনার নূপুর পড়িয়ে দিব তোর দুটি পা। সেদিন থেকেই পড়বে মনে আমার কথা বেশি যেদিন থেকে চুপিচুপি ভালোবাসার মধু খেয়েছি; তোর মধ্যে সিন্ধু নদী প্রেমের নতুন মহাদেশ বুঝেছি অন্ধকারে এক জলের ধারা খুঁজে পেয়েছি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register