Fri 19 September 2025
Cluster Coding Blog

নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব - ১০)

maro news
নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব - ১০)

কৌতুক নাটক - কি কেলেঙ্কারি

রাজপথ

বুড়ো বলতে বলতে আসে

বুড়ো।ভালো সবাই যে যার জায়গায় ভালো হয়ে যাচ্ছে, নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু আমি যে কাজে বেরিয়েছি। মানে আমার বৌ যেটি করে দেখতে বলেছে।তা আমি করতে পারছিনা কেন।যাতে রাত হলে পথ দেখতে পাই তার জন্য হাতে হ্যারিকেন এনেছি।যাতে অন্ধকারে পথে সাপ থাকলে তার মারতে পারি তার জন্য এনেছি এই লাঠি। (মাছ বিক্রেতা এসে বলে) মাছ বিক্রেতা।আঁধার কার্ড এনেছেন।এখন থেকে সব কিছু তেই আঁধার কার্ড লাগবে।পথ চলতে,হাঁটতে ফিরতে,ঘুরতে এমন কি মরতেও।

বুড়ো।(অবাক হয়ে) মরতেও আঁধার কার্ড লাগবে।দেখ আবার বলে বেসিস না মরতে গেলে এবার থেকে মাছ লাগবে! কিন্তু, আমার একমাত্র আদরের বৌ তো এ কথা বলে দেয়নি। আমার একমাত্র বৌ তো এত ভুল করবে না সে মরতে যখন বলেছে---

(চা ওয়ালা এসে বলে) চা ওয়ালা। মরন যখন নিশ্চিত তখন এককাপ চা খান চা।সব বাঁধা একেবারে পরিষ্কার হয়ে যাবে।মরন ও একেবারে টিকিট কনফার্ম করে নেবে।হেঃ হেঃ হেঃ

বুড়ো।তাই নাকি তা আগে বলবে তো। চা খেলে মরন হবে ,তবে আমি এক কাপ চা খেয়ে নিতাম না হয়।যাকে বলে মরন চা।

(পান বিক্রেতা এসে বলে)

পান বিক্রেতা।আর পান খাবেন না পান। যখন চা খেয়ে নিয়েছেন তা ভালো কথা।তার পর যদি একখান পান খেয়ে নেন তো একেবারে সোনাই সোহাগা। মানে মুখসুদ্ধি করেএকে বারে পান চিবুতে চিবুতে স্বপ্নের দেশে চলে যাবেন।আর স্বপ্ন দেখতে দেখতে বলবেন--

(তোতলা ও বাচ্চা এসে বলে,)

তোতলা ও বাচ্চা।দুধ না খেলে বলেনা ভালো ছেলে।

বাচ্চা ।(মাইপোষ চুষতে চুষতে))এই এমনি করে দুধ খেতে খেতে তুমিও ভালো ছেলে হয়ে যাবে ।একে বারে মা এর খোকার মতো ভালো ছেলে।

বুড়ো।আমার মা নেই তাই ভালো ছেলে হয়ে কাজ নেই।আমাকে বৌ এর ভালো ছেলে হতে মানে ভালো মানে ভালো সোনা সোনা বুঝলে। কিন্তু না এখন দেখছি তাও হতে পারব না।এখন দেখছি শান্তিতে মরতেও পাবো না বৌ এর ভালো সোনা হয়ে।

সকলে। কিন্তু কেন ?

বুড়ো।কেন আবার এসেছিলাম মরতে,! তোমাদের সব দেখে ও কথা শুনে আমার মনে হচ্ছে জীবনে বেঁচে থাকাটাই বিশেষ জরুরী।আর আমার বৌ মরে দেখতে কেন বলেছিল এবার বুঝলাম।

সকলে।কি বুঝলেন?

বুড়ো।বুঝলাম ।আমি বাড়িতে বসে থেকে যা সব কেলেঙ্কারি করি।সে সব কেলেঙ্কারি সহ্য করে আমার একমাত্র বৌ কি কেলেঙ্কারি না ভোগ করে।আসলে আমি ই হলাম আমার একমাত্র বৌ এর একমাত্র কেলেঙ্কারি।তাই বৌ বার বার আমাকে বলে আমি নাকি আমার বৌ এর কেলেঙ্কারি।বলুন তো আপনারা বলুন আমি সত্যি কি কেলেঙ্কারি। সকলে ।লে বাবা! এ আবার কি কেলেঙ্কারি।

(দৃশ্য ফ্রিজ হয়,)

সমাপ্ত।

কি কেলেঙ্কারি নাটকটি নিছক এক কাল্পনিক ঘটনা ও চরিত্রের সমন্বয় মাএ। উদ্দেশ্য শুধুই কৌতুক মাএ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register