Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান রীতা চক্রবর্তী (সেরার সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান রীতা চক্রবর্তী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৩০ বিষয় - অভিসার/ঈদ/মনসারস

বিরহীর প্রেম

পাওয়া না পাওয়ার হিসাব করতে গেলেই অশান্তির পারদ চড়চড় করে বেড়ে যায়। লাভের খাতার কোনো পাতায় পাওনা সুদের কোনো ইঙ্গিত থাকেনা। ভালোবাসা হারিয়ে অবস্থা তখন এমন যেন কচুরীপানায় ভরা মজে যাওয়া ডোবা। পচা পাঁকের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে থাকে যেখানে। লাভের খাতা ভরে থাকে দমবন্ধ হয়ে যাওয়া কিছু মুহূর্তের ভেসে ওঠা বুদ্বুদে। চোখের পাতা থেকে ঘুম উড়ে যায়। অতৃপ্ত ভালোবাসা রাতের আঁধারে জোনাকির অস্তিত্বের সাথে একবুক কান্না নিয়ে জেগে থাকে। বুক ফাটা কষ্ট কেবল কষ্টের জন্ম দিয়ে যায় প্রতি রাতে। ভালোবাসাকে যে অনায়াসে পায়েদলে চলে গেছে তারই অপেক্ষায় কাটে সারাদিন। তৃষ্ণার্ত চোখ তারই সাথে ছুটে চলে দেখামাত্রই। যাকে ভুলতে চেয়েছে এই অভিমানী মন সে'যে সবসময় সবকাজ দখল করে থাকে এখন ! কত বর্ষা, কত বসন্ত কেটে যায় শুধু তারি ধ্যানে। যার অবহেলায় ভালোবাসার চিতা বুকে জ্বলে, তারই গতিবিধি জানতে কেন এতো সতর্ক এই মন ? তবে কি বাস্তবের ভালবাসা হারিয়ে গেলেই প্রেমের স্বরূপ দেখা যায়? চিরদিনের জন্য যে ভেঙে দিল এই মন তার কাছে নিজের যোগ্যতা দেখাতেই কি তিলতিল করে নিজেকে নতুন করে সাজিয়ে তোলা? তার কাছে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ করতেই বুঝি নিজের সব দুর্বলতাকে ছাপিয়ে যাওয়া বারে বারে! সবার মাঝে নিজেকে ছড়িয়ে দিতে তাই তো মাটির উঠানে ঝরে সর্বজীবের প্রতি প্রেমঝর্ণা। এভাবেই বিরহ আগুনে পুড়ে নিজেকে উজার করে প্রেম হয় খাঁটি সোনা!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register