Fri 19 September 2025
Cluster Coding Blog

প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

maro news
প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

দহন

সবুজ পুড়ছে! সুন্দর পুড়ছে! নীলেরও নিস্তার নেই- পুড়ে পুড়ে ছাই হচ্ছে অমূল্য প্রাণ ও প্রকৃতি, পৃথিবীর আমাদের লোভের লাভায় পুড়ছে পাহাড়- পর্বতমালা বেশি বেশি প্রয়োজনে পুড়ছে পাখি ও নদী নীরবে- সরবে। প্রতারণার অনন্ত অনলে পুড়ছে প্রেম, বিশ্বাস ও বিশুদ্ধতা ঘৃণা ও প্রত্যাখ্যানে পুড়ছে স্নেহাশিস- শুভাশিস যত গলে গলে পড়ছে রাখীবন্ধন, মঙ্গলসূত্র হিংসায়- জিঘাংসায় আমাদের বিপুল চাহিদার চক্করে পুড়ছে সুস্থ- স্বাভাবিক যাপন। সরলতার সুমিষ্ট গান ছাই হচ্ছে মুখোশের মুগ্ধতায় সততা- শুদ্ধতা পুড়ছে ব্যবসা আর অধিক মুনাফায় মানবিকতা মরছে ধুঁকে ধুঁকে অহংকারে- হুংকারে মূর্খতা ও প্রবল পাণ্ডিত্যে পুড়ছে শিক্ষার সুফল- সুদিন। পরান পুড়ছে! ঘর- দুয়ার পুড়ছে! আঙিনা ও আকাশ পুড়ছে পুড়ে যাচ্ছি প্রত্যেকে প্রতিনিয়ত প্রকৃতি ও মানবতার নষ্ট প্রতিপক্ষ হয়ে হায়েনারা দাঁড়ালে জ্বলেপুড়ে একখণ্ড অঙ্গার হবে একাহ এ পবিত্র পৃথিবী।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register