- 4
- 0
স্কুল জীবনে রথের দিনে সকাল থেকে খোঁজ করতাম চাকা, রঙীন কাগজ আর কাঠের পাটাতন। পেয়ে যেতাম হারুর বাড়ি মোহিনীর বাড়ি খুঁজে। বন্ধুরা একসাথে বানাতাম রথ। প্লাষ্টিকের জগন্নাথ জোগাড় করতাম দোকানে। পেয়ে যেতাম সবকিছু। তারপর রথ বানানো হয়ে গেলে দড়ি টেনে নিয়ে যেতাম রাস্তায়। রথের ভিতরে ছোট থালায় পয়সা দিত লোকে পুজোর জন্য। আমরা যাহোক অল্প বুদ্ধির ফলে, একটা ছড়া বলতাম। এখনও কিছুটা মনে আছে, জয় গৌড় জয় নিতাই জয় জগন্নাথ, বাসুদেব দয়া কর, আমরা জোড় করি হাত। খুব ভাল লাগত ঘুরতে। তারপর পয়সা জোগাড় হয়ে গেলে পাঁপড় ভাজা খেতাম সব বন্ধু একত্রে ।
0 Comments.