Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টির সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১২৬ বিষয় - নতুন সাজে প্রকৃতি

বসন্তের রূপ বাহার

তোমার দান প্রকৃতি আজ অপরূপা সাজছে নতুন সাজে, চারিপাশের গন্ধ ঘ্রাণে রিনিঝিনি বাজে। দক্ষিণা বায় উতল বুকে বইছে মৃদু মন্দ, সমীরণে আসছে ভেসে সুমিষ্ট এক গন্ধ। ফুলের বাগে রঙ-বেরঙের কুসুমরাজি ফোটে, মধু পানে মত্ত অলি তিরতিরিয়ে ছোটে। ফুলের উপর বসে আছে ওই আনন্দে মধু খেয়ে, পরাগ মিলন ঘটাতে ওই পুলকে মন নেয়ে। গাছে গাছে পল্লবিত কিশলয় ওই হাসে, নতুন রূপের ছোঁয়ায় অন্তর আনন্দে যে ভাসে। হেলে দুলে নাচছে ওরা খুশির সমীরণে, অরণ্যের ওই সৃষ্টিকল্পে বাঁচবে নতুন পণে। আমের বোলে আম গাছ যেন যৌবনাবতী নারী, পাল তুলে ওই দিচ্ছে যেন খুশির সিন্ধু পাড়ি। মিষ্টি মধুর গন্ধ ভরে বাতাস বইছে ধীরে, কিচিরমিচির কুজনগীত ওই নতুন পাতার ভিড়ে। শিমুল পলাশ কৃষ্ণচূড়া লাল টুকটুকে ঠোঁটে, বসন্তের ওই প্রেমে আকুল রঙিন নেশায় ফোটে। সজনে গাছে থোকা থোকা সাদা ফুলের বাহার, নব সৃষ্টির উন্মাদনায় নব রূপ যে তাহার। কোকিল যেন বিষাদবিধুর কোকিলার ওই বিনে, ক্লান্ত সরে কুহু কুহু ডাকছে সারা দিনে। ঝলমলে ওই রোদে যেন জ্বলছে প্রেমের আগুন, প্রেম বিরহে কেঁদে বলে কেন এলো ফাগুন? রঙের পরশ হিয়ায় হিয়ায় দোলের উৎসব এসে, প্রেমের আকুল বার্তা যেন বাতাসে যায় ভেসে। বসন্তের এই পাগল রূপে যৌবন জাগছে মনে, উচাটন মন খুঁজে বেড়াই প্রাণে প্রেমিক ধনে। 'কোন্ দিন আসিবেন বন্ধু' গাইছে উদাস বাউল, অভিসারী রাধা যেন কৃষ্ণ প্রেমে আউল। ওই শোনা যায় গাজনের গীত যাচ্ছে রাস্তা দিয়ে, বছর শেষের আর্তা শোনায় মুখোশ মুখে নিয়ে। কর্মমুখর জীবন চলছে মহা কোলাহলে, অকারনে উদাসী মন কি যেন নাই বলে। নবরূপে অপরূপা সাজানো এই ধরা, রঙে রূপে রসে গন্ধে দারুণ মনোহরা। অপূর্ব এই রূপে মুগ্ধ মনে ইচ্ছে জাগে, ভালো-মন্দের বিচিত্রতায় সবাই আপন লাগে। ঈশ্বরের এই পরম সৃষ্টি তাঁরই লীলার জন্য, তাঁর দয়াতেই জন্ম নিয়ে ধরায় হলাম ধন্য। প্রেম বিরহের বৈপরীত্বে অপূর্ব তাঁর সৃষ্টি, তাঁরই খেলায় অংশ নিতে খরা কভু বৃষ্টি। মানবের প্রেম পেতেই ঈশ্বর সাজান নবরূপে, মানুষ তাই তো অভিসারী তাঁরই প্রেমে চুপে। এমন সবুজ শ্যামল রূপের বাহার কোথায় আছে! ঋণী আমরা সবাই যে তাই সেই সুন্দরের কাছে। বলতে তাই তো ইচ্ছে জাগে ওগো দয়াল প্রভু, তোমার দয়া থেকে বঞ্চিত না করো কভু।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register