Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান পরী (নন্দিতা দে) (সর্বোত্তম)

maro news
মার্গে অনন্য সম্মান পরী (নন্দিতা দে) (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা নং - ১২৬ বিষয় - নতুন সাজে প্রকৃতি

রসবোধে নৈসর্গিকতা

ধরণী তাহার অপার স্নেহে নৈসর্গিকতা আনিয়াছে অগণিত কাল ধরিয়া, সেই কালের ধারায় স্নাত হইয়াছি স্রোতে বহিয়া। পৃথিবী,ষষ্ঠ ধারায় আবর্তিত হইয়া উঠে কালমন্ত্রে; আমিও ইহার স্বাদ আহরিত করিয়া আপ্লুত স্পর্শতন্ত্রে। গ্রীষ্মকালীন প্রখর দাবদাহ অন্তরকে জ্বালায়ে করে ছারখার; ঘর্মাক্ত তনুতে খুঁজি ফিরি শান্তি বৃক্ষ- ঈশান কোণে ঘন কালো মেঘের হাতছানি- কালবোশেখী রুপে আছড়ে পরিয়া রুক্ষতাকে করে কটাক্ষ , আমি ভাবি ইহা তোমার কি তান্ডব সাজ ; একাধারে করো লন্ডভন্ড অন্যধারে দমন করো তপ্ত ধরিত্রী রাজ । প্রতি দ্বিমাসিক ছত্রে নিজেরে রাঙাও নানান ছন্দে ; দাবদগ্ধের পরবর্তী ক্ষণে ধরা দাও বর্ষারুপে মৃত্তিকার সোঁদা গন্ধে । রিমঝিম বরষে চারিপাশ করো সিক্ত; তব অকৃত্রিম পরশে বৃক্ষাদির পল্লব সমূহ হয় সবুজায়িত। আমিও তোমা সহিত বর্ষণ মুখর দিবার সাক্ষী রই অবনী মাঝে ; মনে মনে ভাবি বসিয়া,ইহা হেতুই তুমি ঋতুরাণী কার্যে । বিদায় বরষায় ছেঁড়া ছেঁড়া মেঘে পেঁজা তুলোর ন্যায় উঁকি দেয় নিসর্গ শরত ; শরতের সাদা মেঘে ভাসিয়া চলে মনে, পাল তোলা নৌকা অবিরত। কাশফুলে,কমলে আকাশ বাতাস মুখরিত হইয়া জানান দেয় শরতবাণী ; সেই বাণী আগমণী গানে অনুরণিত হইয়া বাতাসে সুগন্ধি ছড়ায় দেবী পক্ষকে মানি । আমিও শরতের চাদরখানি লেপিয়া মিশিয়া যাই হেমন্তের স্বরলিপিতে ; হালকা শীতল আমেজে আড়মোড়া ভাঙি সুখের দিন লিপিতে। এভাবেই চলিয়া যায় আরও দুই মাস - হেমন্তের সহিত ক্রমশ অগ্রসর হইয়া পৌঁছাই হিমেল নাগপাশ। তুহিন পবনে প্রকৃতি হয় নিদারুণ জড়সড় ; ডালিয়া,চন্দ্রমল্লিকা,গাঁদায় সাজিয়া ধরণী লয় আড়ম্বর বড়সড় । কোথাও তুষার বর্ষণে পাহাড় শৃঙ্গ হইতেছে দুগ্ধ শ্বেতা , কোথাও বা পাতাঝরা দিনের সাক্ষী রুপেনু হইয়াছি প্রকৃতির সহিত পল্লব হীনা । ফাগুন-চৈত্রের উদাসী পবনে দখিন দুয়ার যায় গো খুলিয়া, নব পত্রিকা শোভা পায় ডালে ডালে বসন্তে দুলিয়া। পলাশ,শিমুলে আমিও মাতি দিগন্ত জুড়িয়া ; কোকিলার কলতানে সুরেতে সাধি প্রাণের জগত রচিয়া। এমন করিয়াই কালের চক্রে যতনে ভরিয়া কহি - জীবন যুদ্ধে প্রকৃতি তব বৈচিত্র্য সুধায় আমা সহিত আবেশে বিভোর রহি।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register