কাব্যানুশীলনে চন্দ্র শেখর ভট্টাচার্য
বংশগতি
তোমার নাভির ভিতর
. রক্তে ভেজা শিশু
. আমার রক্ত নিয়ে
. উঠছে বড় হয়ে,
তোমার মাতৃরসে
. পুষ্ট ভবিষ্যৎ
. আমার অতীতটাকে
. হয়তো দেবে ধুয়ে ।
তোমার পায়ের নিচে
. পিষ্ট কীটের মতো
. আমার দুর্বল অগ্রগতি,
থাকনা না হয়
. দারিদ্রতার জন্য
. একটা নতুন
. বংশগতি ।
0 Comments.