Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্ট সাহিত্য পরিবার

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব - ১২৪ বিষয় - হোলি / দোলযাত্রা / বাসন্তিকা

বসন্তের বাসন্তিকা

বসন্ত শুধু প্রকৃতিতেই নয় দাঁড়িয়ে আছে আজ তোমার দরজায় অতিথি হয়ে। দরজা খুলে ঘরে বসাও সাদরে যত্নে আদরে। নিজেকে সাজিয়ে তোলো অপরূপা প্রেয়সির সাজে। আজ তুমি বসন্তের বাসন্তিকা। কন্যা, জায়া ,জননী না ,না ,না ,ওসব কিচ্ছু না আজ তুমি শুধুই প্রেয়সী, ভুলে যাও সমস্ত অতীত। সামনে কঠিন বাস্তব বর্তমান, দন্ডায়মান। অস্তগামী সূর্যের লাল আভায় রাঙিয়ে তোল বস্ত্র। পলাশের রং ছড়িয়ে দাও সারা শরীরে। কামনার আগুনে জ্বালিয়ে তোলো দুচোখ। আবেদনে ছড়িয়ে দাও গভীর আকুলতা ব্যাকুলতা। হ্যাঁ এইবার ঠিক এই সময় তুমি প্রস্তুত। তোমার আবেদনে বসন্ত সারা দেবেই দেবে। প্রতিটি রন্ধে রন্ধে ভরে দাও সুখের অনুভূতি। ভালোবাসার আঘাতে রক্তাক্তকরো কোমল হৃদপিণ্ড। প্রেমের আগুনে জ্বালিয়ে দাও বসন্তের অপরূপ শোভা। বসন্ত বিধ্বস্ত ,জ্বলন্ত ,ক্ষতবিক্ষত। অট্টহাসির উল্লাসে মাতিয়ে তোলো আকাশ বাতাস অপমানের জ্বালা বেশ কিছুটা জুড়াবে, শান্ত হবে মন। বিজয় উৎসবে মাতবে ,কারণ বাসন্তিকা আজ তুমি জয়ী। বজ্রকন্ঠে আকাশে বাতাসে ছড়িয়ে দাও এই বার্তা হে পুরুষ যদি তুমি পারো - আমি নারী, তবে আমিও পারি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register